পরগনাহী দৌলতপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মাওলানা মিসবাহ উদ্দিন যোগদান।

ছাইদুল মাহবুবঃ- অধ্যক্ষ মাওলানা হাফিজ লুৎফুর রহমান হুজুরের অকাল প্রয়াণের পর থেকেই পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মাদ্রাসা পরিচালনা করছেন সহকারী অধ্যাপক মাওলানা জনাব মিসবাহ উদ্দিন হুজুর।একটা সময় সহপাঠীদের আড্ডায় উঠে আসতো মিসবাহ জনাব প্রিন্সিপ্যাল হলে কেমন চলবে প্রতিষ্ঠান।কারণ হুজুর খুব নীতিবান,তাকওয়াবান,পরহেজগার মানুষ।

এমন কোনো শিক্ষার্থী নেই যে হুজুরের সাবজেক্ট এর পড়া ক্লাসেই শিখেনি।উপস্থাপন ভঙ্গি এমন সহজ সরল যে ক্লাসের পড়া ক্লাসে না শিখে উপায় নেই।শরয়ী অনেক মাসআলা আছে যা ভাই বোন এক সাথে বসে শিক্ষা নিতে লজ্জাবোধ করতো। কিন্তু হুজুরের ক্লাসে ভাই বোন একই সাথে বসেই ক্লাস করতে পারতো কোনো অসুবিধেই হতোনা।বুঝতেই পারছেন কতটা অসাধারণ হুজুরের উপস্থাপনা।

সিলেবাসের পড়ার বাহিরেও ছিলো হুজুরের কিছু স্পেশাল পরামর্শ। আদর্শ ছাত্র,আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য হুজুর লিফলেট বানিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করতেন যেখানে উত্তম চরিত্র, মেধাবী ছাত্র হওয়া সংক্রান্ত কিছু উপদেশ লিখা থাকতো।

অত্যান্ত স্পষ্টবাদী এবং অমায়িক একজন শিক্ষকের হাত ধরে প্রিয় প্রতিষ্ঠান পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা আরো উন্নতি লাভ করবে ইনশা আল্লাহ।হুজুরের জন্য হায়াতে তায়্যেবাহ কামনা করছি এবং সদ্য প্রয়াত দু’জন অধ্যক্ষের রুহের আত্মার মাগ ফেরাত কামনা করছি।

প্রাক্তন শিক্ষার্থী,

পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা।

One thought on “পরগনাহী দৌলতপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মাওলানা মিসবাহ উদ্দিন যোগদান।

  1. Unknown's avatar Anonymous June 3, 2020 / 4:56 am

    Masha allah.

    Like

Leave a reply to Anonymous Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.