বড়লেখা পৌর ইউনিট সেচ্ছাসেবীদের মাধ্যমেইফতার বিতরণ


মোঃইবাদুর রহমান জাকির- বিশেষ প্রতিনিধিঃ

টিপ টিপ বৃষ্টি তার মাঝেও থেমে নেই সেচ্ছাসেবীর দল একঝাঁক তরুণ মেধাবী যুবকদের নিঃস্বার্থে মানবতার কাজ,মৌলভীবাজারের বড়লেখার সর্বপ্রথম রক্তদানকারীও সেচ্ছাসেবী সংগঠন মানব কল্যান ফাউন্ডেশন দক্ষিণ গ্রামতলা ইউনিটের সেচ্ছাসেবীদের আয়োজনে ইফতার বিতরন করা হয়।

মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সরকার অঘোষিত লকডাউনে পিছিয়ে পড়া দক্ষিণ গ্রামতলা পৌর ২নংওয়ার্ড ও আদিত্যের মহল ৩নং ইউনিয়নসহ পৌরসভার বেশ কয়েকটি সুবিধাবঞ্চিত অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার বিতরণ করা হয়।উল্লেখ্য বড়লেখা হিফজুল কোরআন একাডেমির এতিমখানায় ছাত্রদের সাথে নিয়ে (২১মে) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মানব কল্যাণ ফাউন্ডেশনের স্থায়ীপরিষদের মহাসচিব কামাল হোসেন,সহঃসাংগঠনিক সম্পাদক, মাহমুদ হাসান জুয়েল, সদস্য রাসেল আহমদ, শামিম আহমদ,সুমন আহমদ,নজমুল আহমদ,পাবেল আহমদ,ইমন আহমদ,প্রমুখ

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.