
মোঃইবাদুর রহমান জাকির বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজারেে বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুরে অর্জুনপুর সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে তৃতীয় বারের মতন অসহায় ও নিন্মবিত্তের মধ্যে ইউনিয়ন ব্যাপি ৪০০ শত পরিবারকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়, যেসব খাদ্য দেওয়া হয় তা..(চাল১০ কেজি,পিয়াজ২ কেজি,আলু২ কেজি,মশুর ডাল১ কেজি,ময়দা১ কেজি,চিনি১ কেজি, সয়াবিন ১ লিটার) বৃহঃবার(২১মে) বিকাল ৩ঘটিকার সময়,
আজকের এই কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিতি ছিলেন সংস্থার উপদেষ্টা আব্দুল হক (মহরীর),মাসুক আহমদ,ফয়ছল আলম, বদরুল ইসলাম, কার্যকারি কমিটির সভাপতি -ইকবাল হোসেন,সিনিয়র সহ সভাপতি-ডাঃজাকির হোসেন রনি,সাধারণ সম্পাদক-মইনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক -হায়দার কামাল মাছুম,যুগ্ম সম্পাদক-আমিনুল ইসলাম পারভেজ,সহ সাধারণ সম্পাদক-জুনেদ আহমদ,অর্থ সম্পাদক-আবু জাফর রাফসান,সহ অর্থ সম্পাদক-তারেক আহমদ,প্রচার সাম্পাদক-মারজান আহমদ,
সহ প্রচার সাম্পাদক-সাদিকুর রহমান,নাহিদ আহমদ, সাজেদুল ইসলাম,শাহিন আহমদ,সালমান আহমদ,সহ
সমাজ কল্যাণ সংস্থার সদস্য বৃন্দ।
