
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্ণি প্রবাসী জন কল্যাণ পরিষদের উদ্দ্যোগে
বিশ্ব মহামারী করোনা ভাইরাসের সংকটময়
মুহূর্তে,শনিবার(১৬মে)২২ রামাদ্বানে
১নং বর্ণী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের
মধ্যবিত্ত, শ্রমজীবী, অসহায় ও হত-দরিদ্র
মানুষদের জন্য উপহারস্বরূপ নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য রমজান ফুড ও ঈদ সামগ্রীয় উপহার ১২০টি পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়।এতে বর্ণি প্রবাসী জন কল্যাণ পরিষদের সদস্যবৃন্দের দ্বায়িতরত ব্যাক্তিগন রাতে বাড়ি বাড়ি নিয়ে পৌছেদেন।
