সিলেটের হলি গেইট হোটেলে ‘করোনাযোদ্ধা’দের আবাসনের ব্যবস্থা করা হলো

ছবি প্রতিকি

নিউজ ডেস্কঃ সিলেটে করোনা (কোভিড-১৯) চিকিৎসায় জড়িত চিকিৎসক ও নার্সদের জন্য হোটেল নিশ্চিত হয়েছে। হোটেল কর্তৃপক্ষের সাথে আজ বুধবার ‘জেন্টলম্যান অ্যাগ্রিমেন্ট’ করেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, নগরীর দরগাহ গেইটস্থ হোটেল হলি গেইটে সিলেটের ‘করোনাযোদ্ধা’দের আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ড. প্রেমানন্দ মন্ডল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়।

ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘হোটেল হলি গেইটের সাথে জেন্টলম্যান অ্যাগ্রিমেন্ট হয়ে গেছে। আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে। যতোদিন প্রয়োজন ততোদিন হোটেলের সাথে চুক্তি থাকবে।’

তিনি জানান, গেল কয়েকদিন ধরে করোনা চিকিৎসার সাথে জড়িতদের নগরীর কাজলশাহ এলাকার সিটি হোটেলে রাখা হচ্ছিল। আজ বুধবার থেকে চিকিৎসক ও নার্সরা হোটেল গলি গেইটে ওঠতে শুরু করবেন।

তবে হোটেল কর্তৃপক্ষের সাথে মাসিক ভিত্তিতে নাকি কিভাবে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তা খোলাসা করতে চাননি হিমাংশু লাল রায়।

শামসুদ্দিন আহমদ হাসপাতালের সহ-স্বাস্থ্যকর্মীদের সিলেট শহরতলির খাদিমনগরস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বিআরডিটিআই) রেস্ট হাউজে রাখার কথা থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। এখন থেকে এ হাসপাতালের সবাই ডিউটি শেষে হোটেল হলি গেইটেই উঠবেন।

চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সবার আবাসন, খাবার ও যাতায়াতের ব্যয় সরকারই বহন করবে।

জানা গেছে, সিলেটে করোনাক্রান্ত রোগীদের যারা চিকিৎসাসেবা দিচ্ছেন, তাদের সুরক্ষার বিষয়টি নিয়ে উদ্বেগ রয়েছে। চিকিৎসক, নার্সরা করোনাক্রান্ত রোগীদের সেবা দিয়ে নিজেদের বাসায় যেতে চান না। কারণ, এতে তাদের পরিবারের সদস্য আক্রান্ত হওয়ার শঙ্কা থাকে।

এ পরিস্থিতিতে চিকিৎসক, নার্সসহ চিকিৎসাসেবার সাথে জড়িত অন্যান্যদের জন্য পৃথক আবাসনের ব্যবস্থা করার উদ্যোগ নেয় করোনা প্রতিরোধ বিষয়ক সিলেট বিভাগীয় কমিটি। এ কমিটির উদ্যোগে সিলেটে খোঁজা হয় হোটেল। কিন্তু নানা অজুহাতে কোনো হোটেলই চিকিৎসক বা নার্সদের রাখতে রাজি হয়নি। শেষপর্যন্ত হোটেল হলি গেইট কর্তৃপক্ষ চিকিৎসক-নার্সদের রাখতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন এ হোটেলের চেয়ারম্যান ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ টি এম শোয়েব।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.