
নাহিদ আহমদ : কাতারে প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রায় তিন হাজার প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। এত বেশি বাংলাদেশি আক্রান্ত হাওযায় আতঙ্ক বিরাজ করছে কমিউনিটিতে। ২৫ লাখ জনসংখ্যার ছোট দেশটিতে ৪ বাংলাদেশিসহ মারা গেছেন ১২ জন। আক্রান্ত হয়েছেন সাড়ে ১৫ হাজারের বেশি মানুষ।
কাতার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তদের ১৮ ভাগই প্রবাসী বাংলাদেশি। সংখ্যার হিসাবে প্রায় ৩ হাজার। এ অবস্থায় আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। রয়েছে খাদ্য সংঙ্কটও। করোনায় আক্রান্ত ও মৃত্যুর ঝুঁকিতে থাকা প্রবাসীদের কেউ কেউ চাকরিও হারিয়েছেন। এসব প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন প্রবাসী বিভিন্ন সংগঠন।
