
মোঃইবাদুর রহমান জাকিরঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পৌরসভার সীমা প্রাচীর সংলগ্ন ৬নং সদর ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের ভিতর ভায়া(কেছরিগুল)পাঁচমিরের মাজার রোডে মানুষ চলাচলের রাস্তা অনুপযোগী হওয়ায় পুর্ব মাইজপাড়া গ্রামের মুরব্বিগনের নেতৃত্বে (২৭এপ্রিল)সোমবার সকালে দূরত্ব বজায় রেখে কাজ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গ্রামের মুরব্বী সুনা মিয়া,আজন মিয়া,আব্দুস সত্তার,ফখরুল ইসালাম,মনাই মিয়া,আব্দুন নূর,রজব আলী। সেচ্ছায় শ্রমদানে রাস্তা মেরামতকরেন আব্দুল মজিদ, আব্দুল জলিল, আব্দুল মুহিত, আবুল হোসেন, ইমরান আহমেদ, খালেদ আহমদ, নুরুল ইসলাম, জাহিদুর রহমান, শাহজান আহমেদ, সিদ্দিকুর রহমান, আব্দুর রাজ্জাক, শামিম আহমেদ ইমন, আহমেদ ফয়জুর রহমান, আরিফ আহমেদ, কাইয়ুম আহমেদ প্রমুখ।
