
প্রতিবেদন টি শেয়ার করুন
নোয়াখালী জেলার মাইজদী সদর উপজেলা ৯নং কালাদরাপ মিজান চেয়ারম্যান এর ইউনিয়নের ১নং ওয়াডের রববাজারের দক্ষিণ পাশে ৫ রাস্তা ডিবি রোডের উপরে সকাল ৬ টার সময় এই বদ্র লোকটা কে শাস কষ্ট অবস্থায় দেখতে পাই।
এলাকার লোকজন ও জামাল মেম্বার থানায় কল দেয়,পরে তাকে মাইজদী সদর হসপিটালে পুলিশ এ নিয়ে ভর্তি করে,
এখন তিনি সদর হসপিটালে আছেন যদি কেউ লোক টা কে চিনেন তার পরিবার কে খবরটা দেন। লোকটার অবস্থা খুব খারাপ তাকে জরুরি চিকিৎসা করা দরকার।
আরো বিস্তারিত জানতে এই নামবারে কল করোন 01821765648 সুত্রঃ আলোকিত নোয়াখালি

বানান ও ভাষার প্রতি যত্নবান হলে পড়তে সুবিধা হয়।
LikeLike