৭ সহকর্মীকে অভিযুক্ত করে বড়লেখার কামরুল হত্যা মামলার চার্জশীট দাখিল

ইবাদুর রহমান, স্টাফ রিপোর্টার:
বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের পাকশাইল গ্রেট ভিশন এসোসিয়েশনের সহ সভাপতি কামরুল হোসেন এনাম হত্যা মামলার চুড়ান্ত প্রতিবেদন (চার্জশীট) দাখিল করেছে পুলিশ। আজ ৩ আগস্ট, ২০২২ ইং রোজ বুধবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান নিহত কামরুলের ৭ সহকর্মীকে অভিযুক্ত করে মৌলভীবাজার জেলা আদালতে আলোচিত এ হত্যাকান্ডের চার্জশীট দাখিল করেছে।

পুলিশ এবং আদালত সূত্রে জানা যায়,পুলিশের দীর্ঘ তদন্তে ২ জনের সম্পৃক্ততার না পাওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চার্জশীটে অভিযুক্ত ৭ জনের মধ্যে ৩ জন বর্তমানে কারাগারে আছেন। এর মধ্যে সাইফুল হোসেন পাভেল এবং মাছুম আহমদ নামে ২ জনকে আটক করা হয়েছিল মামলার পরপরই। ০৭/১০/২০২১ ইং সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে কবির আহমদ নামে আরেকজনকে আটক করেছিল পুলিশ। তারা ৩ জনই কারাগারে রয়েছেন। গ্রেফতারকৃত ৩ জন ছাড়া অভিযুক্ত ৪ জন হলেন পাকশাইল গ্রেট ভিশন এসোসিয়েশনের সভাপতি এইচ এম ফয়সল,সহ সভাপতি,বড়লেখা প্রেসক্লাবের সাবেক সদস্য জামিল আহমদ,সহ সভাপতি ইমন আহমদ ও সেক্রেটারি জাহাঙ্গির আলম।আদালত, পলাতক এই ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন।

উল্লেখ্য,গত বছরের ২০ আগস্ট হাকালুকি হাওরের মালাম বিল থেকে ‘পাকশাইল গ্রেট ভিশন এসোসিয়েশন’র সহ সভাপতি কামরুল হোসেন এনামের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা সিরাজ উদ্দিন, ছেলের সহকর্মী ৯ জনের নামে হত্যা মামলা দায়ের করেছিলেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে এবং দেড় মাস পর আরেকজন’কে আটক করেছিল। দীর্ঘ ১১ মাসের বেশী সময় ধরে তদন্ত শেষে আজ ৩ আগস্ট, ২০২২ ইং আলোচিত এ হত্যাকান্ডের চার্জশীট দাখিল করলো পুলিশ।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.