
মোঃইবাদুর রহমান জাকির
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পরগনাহী দৌলতপুর আলিম মাদ্রাসায়
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মাদ্রাসা হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক আব্দুল মালিক, আলাউদ্দিন, আশিকুর রহমান প্রমুখ।
উপস্থিত ছিলেন আজীবন দাতা সদস্য মাওলানা আব্দুস ছবুর।
এসময় শহীদ হওয়া বুদ্ধিজীবীদের নিয়ে আলোচনা করা হয় এবং পরে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিছবাহ উদ্দিন।
শহীদ বুদ্ধিজীবী দিবস। পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালি বুদ্ধিজীবী নিধন বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। জাতি যখন বিজয়ের খুব কাছে সেই সময় পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় রাজাকার, আলবদর, আলশামস বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে ধরে হত্যা করে। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদগণ এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন।
