
ইবাদুর রহমান জাকির, বড়লেখাঃ
মৌলভী বাজারের বড়লেখায় নির্বাচন কমিশনের বাছাইয়ে মনোনয়নপত্র গৃহীত হওয়ার পরই গণসংযোগ শুরু করেছেন পৌর নাগরিক মনোনিত স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ সাইদুল ইসলাম।
৩ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন নির্বাচনের রিটার্ণিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন ।
মনোনয়নপত্র গৃহীত হওয়ার ঘোষণা শুনেই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের ও ব্যবসায়ী,ক্রিড়ামদী ও সাধারণ ভোটারের সাথে গণসংযোগ শুরু করেন।
৪ (ডিসেম্বর) পৌরসভার ভিন্ন ফুটবল ক্রিকেট ক্লাবের খেলওয়াড় বৃন্দের সাথে দেখা করেন।
