ইউকে সুপ্রিম কোর্ট এর এডভোকেট হয়েছেন বড়লেখার রাফিকুল ইসলাম।

এম. এম আতিকুর রহমান ঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন -উর-রশীদ ও সিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় এর সাবেক সিনিয়র শিক্ষিকা লাইলি বেগম এর একমাত্র পুত্র মোঃ রাফিকুল ইসলাম এর ইউকে সুপ্রিম কোর্টের আইনজীবীর সনদ লাভ করে তালিকাভুক্ত হয়েছেন।

লন্ডনস্থ সলিসিটর রেগুলেশন অথরিটির প্রধান পল ফিলিপ স্বাক্ষরিত এক সনদে সম্প্রতি তাঁকে ইউকে হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে প্রেকটিস করার অনুমতি প্রদান করেছেন।

বড়লেখার এ কৃতি সন্তান ইউকে’র মানচেস্টারস্থ সালফোর্ড ইউনিভার্সিটি থেকে এল এল বি অনার্স এবং বার্মিংহামস্থ অয়ালবারহামটন ইউনিভার্সিটি থেকে এলপিসি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। উল্লেখ্য যে, ২০০৬ সালে বড়লেখা পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০০৮ সালে সিলেট জালালাবাদ কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ব্রিটিশ আর্মী হতে অফিসার ট্রেনিং সম্পন্ন করেন।
মোঃ রাফিকুল ইসলাম রাফি পেশাগত জীবনে সফলতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.