বিয়ানী বাজারে চোলাইমদসহ গ্রেফতার১

মোঃইবাদুর রহমান জাকির

সিলেট জেলার বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৫ লিটার দেশীয় চোলাইমদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী বিয়ানীবাজার উপজেলার মাটিকাটা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে আব্দুল গনি (৪৫)। বুধবার পুলিশ অভিযান চালিয়ে ৫ লিটার দেশীয় তেরী চোলাইমদসহ তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার এসআই নূর মিয়া ও এসআই শাহ আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে বিয়ানীবাজার পৌরশহরে দক্ষিণবাজারে সালমা বোডিং এর পিছনে আব্দুল গণিকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেটের মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় বিয়ানীবাজার মাদক বিরোধী অভিযান পরিচালনা মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে। বিয়ানীবাজার যেকোন অপরাধ মুক্ত করতে থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.