ফ্রান্সে ধর্মীয় অবমাননার প্রতিবাদে বড়লেখায় ছাত্র মজলিশের বিক্ষোভ মিছিল


মোঃইবাদুর রহমান জাকির

ফ্রান্স সরকার কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন ও ধর্মীয় অবমাননার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র মজলিস….

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বড়লেখা উপজেলা উত্তর সভাপতি মুহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে ও দক্ষিন শাখার সভাপতি আব্দুল্লাহ আল নোমান এর পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রাক্তন সুনামগঞ্জ জেলা সভাপতি ও খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হক।

প্রধান বক্তার বক্তব্য রাখেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রাক্তন সভাপতি বিশিষ্ট সাংবাদিক এম এম আতিকুর রহমান, প্রাক্তন জেলা সভাপতি মুহাম্মদ খায়রুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার প্রাক্তন সভাপতি খসরুল আলম, উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, ছাত্র মজলিস জেলা বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, ফয়সল আলম স্বপন।

উপস্থিত ছিলেন ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রাক্তন সেক্রেটারি মুহাম্মদ এনামুল হক, জেলা অফিস ও প্রচার সম্পাদক আনিসুল ইসলাম, উপজেলা উত্তর শাখার সেক্রেটারি আশরাফ হোসেন, মেহেদি হাসান, আব্দুল মুকিত, সেলিম উদ্দিন, জাহেদ আহমদ প্রমুখ।

মিছিলটি পৌর শহরের শড়ক প্রদক্ষিন করে বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.