
মৌলভীবাজার জেলা পরিষদের উপ নির্বাচনে মিছবাহুর রহমান জয়লাভ করায় বড়লেখা উপজেলা আওয়ামীলীগ পরিবার থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ।
গতকাল মৌলভীবাজার জেলা পরিষদের উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মিছবাহউর রহমান এর বিপুল ভোটে জয়লাভ করার কারণে বড়লেখা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
প্রয়াত ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানের মৃত্যুর কারণে গতকাল এ জেলায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে আলহাজ্ব মিছবাহউর রহমান কে বিজয়ী ঘোষণা করা হয়। বড়লেখা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তখন ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সুয়েব আহমদ, বড়লেখা পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল ইমাম কামরান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মো: তাজউদ্দীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হেলাল, বড়লেখা পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আহাদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজ উদ্দিন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আহমদ।
