সুজানগর আজিমগঞ্জে নিসচা উপজেলা শাখার জনসচেতনতামূলক প্রচার অভিযান।

মোঃইবাদুর রহমান জাকিরঃ

“মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ বাজারে জনসচেতনতা’মূলক
প্রচারণা করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় আজিমগঞ্জ বাজারে নিসচা উপজেলা শাখার আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব আইনুল ইসলামের সঞ্চলনায় পথ সভার মধ্যে দিয়ে জনসচেতনতা’মূলক প্রচারাভিযান অনুষ্টিত হয়েছে।

জনসচেতনতা’মূলক প্রচার অভিযানে উপস্থিত ছিলেন আজিমগঞ্জ বাজারের বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাদের আহমদ, আগর আতর ব্যবসায়ী তাজ উদ্দিন এবং
নিসচা বড়লেখা উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক মার্জানুল ইসলাম মার্জান, কার্যকরী কমিটির সদস্য মাস্টার খালেদ আহমদ, মাওলানা মাছুম আহমদ, রাসেল আহমদ ও শুভাকাঙ্ক্ষী মারুফ সুমন, আশরাফুল ইসলাম দিপু সহ প্রমুখ।

উল্লেখ্যঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে নিসচা বড়লেখা উপজেলা শাখা জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় নিসচা বড়লেখা উপজেলা শাখার জনসচেতনতা’মূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.