
নিউজ ডেস্কঃ গত রোববার রাতে মায়ের কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না ধরে ছেলে আবু হানিফ। কিন্তু মা তাতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয় সে। রাতে ঘুমন্ত মায়ের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় আবু হানিফ। গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হনুফা বেগম। এ ঘটনায় হনুফা বেগমের ভাই দুলাল মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।
এ ব্যাপারে শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানিয়েছেন, হনুফা বেগমের তিন ছেলেমেয়ের মধ্যে আবু হানিফ বড়। সে কিছুদিন ধরে মোটরসাইকেল কিনে দেওয়ার কথা বলছিল মা হনুফা বেগমকে। তিনি রাজি না হওয়ায় গতকাল শুক্রবার রাতে ঘুমন্ত অবস্থায় তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় আবু হানিফ। দগ্ধ হনুফা বেগমকে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতাল এবং পরে ময়মনসিংসহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার হনুফা মারা যান।
