নৌকা বাইচ প্রতিযোগিতায় দক্ষিণ বিয়ানীবাজার এর নৌকা চ্যাম্পিয়ান।


মোঃইবাদুর রহমান জাকিরঃ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুনাই নদীতে উওর শাহবাজপুর ইউনিয়ন এর ভাটাউছি বাঁধে ভাটাউচি ও তাজপুর এলাকাবাসী উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।

শনিবার বিকালএই প্রতিযোগিতায় ৮ টি বড় নৌকা অংশ গ্রহণ করে। সিলেট জেলার দক্ষিণ বিয়ানীবাজার এর নৌকা চ্যাম্পিয়ান হয় এবং সাদিমাপুর নৌকা রানাস্আপ হয়। প্রথম পুরুস্কার হিসেবে একটি গরু এবং ২য় পুরস্কার একটি ছাগল দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন। এছাড়া অতিথি হিসেবে ৪নং উওর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, শাহবাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশাররফ হোসেন, সাব ইন্সপেক্টর রতন কুমার হাওলাদার, লন্ডন প্রবাসী সাইফুল ইসলাম, অধ্যাপক আব্দুস শহীদ খান তোহিদুর রহমান টিপু প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.