” রক্ষকরা আজ বক্ষকের ভুমিকায় অবতীর্ণ “-এম. এম আতিকুর রহমান।।

জাতি হিসেবে আমরা লজ্জিত! সরকার কি তাদের বেতন দেয়না, তাহলে কেন এতো টাকার প্রয়োজন??

মাত্র ১০ হাজার টাকা ঘুষ না পেয়ে সিলেট পুলিশ ফাঁড়িতে রাতভর নির্যাতন করে রায়হান নামের যুবকটিকে হত্যা করেছে বলে অভিযোগ মৃতের পরিবারের। ভাবতেই চোখে জল আসে যে নিহত রায়হানের মাত্র ২ মাসের একটা শিশু সন্তান রয়েছে !
সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলছে আমজনতার বিক্ষোভ মিছিল সমাবেশ।

পবিত্র কুরআনের ফরমান ” তোমাদের কি হয়েছে? কেন তোমরা আল্লাহর পথে জিহাদ/ সংগ্রাম করছো না ! অথচ নির্যাতন পুরুষ নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা আর্তনাদ করে ফরিয়াদ করছে -হে আমাদের রব, জালিমদের অধ্যুষিত এ জনপদ থেকে আমাদেরকে উদ্ধার করো এবং আমাদের জন্য অলী/পৃষ্ঠপোষক ও সাহায্যকারী পাঠাও “।
সহি হাদিসে রাসুলুল্লাহ সাঃ এরশাদ ফরমান – “তোমরা মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কেননা মজলুম ব্যক্তি ও আল্লাহর মধ্যে পর্দা থাকে না”।
আমরা সত্য-সুন্দর ও মজলুমের পক্ষে। আল্লাহ তায়ালা জালিমের উপর মজলুমের বিজয় দান করুন।

লেখক ; এম. এম আতিকুর রহমান
সদস্য সচিব
বড়লেখা উপজেলা প্রেসক্লাব
মৌলভীবাজার।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.