এমসি কলেজের সাবেক তিন ছাত্র সংসদের দায়িত্বশীলের বিবৃতি।

আমরা ধর্ষকদের কলেজ থেকে স্হায়ী বহিষ্কার ও দৃষ্টান্ত স্হাপনে ট্রাইবুন্যালের মাধ্যমে বিচার নিশ্চিতের দাবী করছি ;-
সিলেট এমসি কলেজ ছাত্র সংসদের সর্বশেষ নির্বাচিত ভিপি আসাদুজ্জামান চৌধুরী পাপ্পু, জিএস ওমর মোহাম্মদ আশরাফ ইমন ও এজিএস মো. আব্দুস সহিদ খান ছাত্র সংসদের পক্ষে এক বিবৃতিতে কলেজ হুস্টেলে স্বামীকে নিয়ে বেড়াতে গিয়ে গনধর্ষনের স্বীকার হওয়ার ঘটনাকে শতবর্ষী এ কলেজের অর্জনের ইতিহাসের বিপরীতে সবচেয়ে কলঙ্কময় ঘটনা হিসাবে উল্লেখ করেছেন।বিবৃতিতে ছাত্র সংসদ কালবিলম্ব না করে কোনো ধরনের তদন্ত ছাড়া স্টাপ কাউন্সিলের সভা করে কিংবা অধ্যক্ষ তাঁর নির্বাহী ক্ষমতাবলে মিডিয়া দ্বারা চিহ্নিত ধর্ষকদের কলেজ থেকে স্হায়ীভাবে বহিষ্কার করার দাবী জানাচ্ছে। ছাত্র সংসদ চিহ্নিত ধর্ষকদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে দ্রুত বিচার নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী মহলের প্রতিও জোর দাবী জানাচ্ছে।ছাত্র সংসদ মনে করে ঐতিহ্যবাহী এ হুস্টেলে হঠাৎ করে এ ধরনের ঘঠনা ঘটতে পারে না, নিশ্চয় সংশ্লিষ্ট ব্লকের সুপার এবং হুস্টেলের ব্লকগুলোর সুপারদের নৈতিক ও শৃঙ্খলা রক্ষাজনিত ত্রুটি এর জন্য দায়ী, তাই তদন্তপূর্বক এই রহস্যও উদঘাঠন করা প্রয়োজন এবং তদন্তের স্বার্থে এবং নৈতিক প্রশ্নে সংশ্লিষ্ট হুস্টেল সুপারের পদত্যাগ এবং ঘটনার ব্যাখা প্রদান প্রয়োজন। ছাত্র সংসদ আরো মনে করে এই বিশাল কলেজের সার্বিক নিরাপত্তা বিধান এবং সংশ্লিষ্ট সকলের দায়িত্ব পালনের বিষয়টি মনিটরিং করা মাননীয় অধ্যক্ষের অন্যতম দায়িত্ব ;তাই সিলেটবাসী ও কলেজের সাবেক ও বর্তমান ছাত্র- ছাত্রী সৃষ্ট ঘটনায় স্যারের গৃহীত পদক্ষেপ সহ ব্যাখ্যা দাবী করছে।

বিজ্ঞপ্তি

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.