বড়লেখায় মাদ্রাসার ছাত্রদের মাঝে ইউনিফর্ম বিতরণ।


মোঃইবাদুর রহমান জাকির

শাহবাজপুর ব্লাড ডোনেট ক্লাবের সহযোগিতায় ও আমেরিকা প্রবাসী সুহেল আহমদ এর অর্থায়নে বড়লেখার শাহবাজপুর “দারুর রাশাদ লিডিং মাদ্রাসার” ছাত্রদের মাঝে ইউনিফর্ম (পাঞ্জাবী ও পায়জামা)উপহার হিসেবে বিতরণ করা হয়।

(২৬সেপ্টম্ভর)শনিবার,দুপুর ২ঘটিকায় দারুর রাশাদ মাদ্রাসায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই রতন হাওলাদার,
শাহবাজপুর দারুর রাশাদ লিডিং মাদ্রাসার পরিচালক মাওলানা মামুন আশরাফ,ইমাম মোয়াজ্জিম কল্যাণ পরিষদের সেক্রেটারি মাওলানা নুর ইসলাম খান,শাহবাজপুর রেলওয়ে জামে মসজিদের ইমাম মাও.নজরুল ইসলাম,মাওলানা আব্দুল্লা,সমাজসেবক সোলেমান হোসেন,ইমান উদ্দিন বলাই,
শাহবাজপুর ব্লাড ডোনেট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তোয়াহিদুর রহমান টিপু,প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মতিউর রহমান জাকের, ব্যবসায়ী আরিফ আহমদ,রিপন আহমদ,ছাত্রনেতা ছাব্বির আহমদ,শাহবাজপুর ব্লাড ডোনেট ক্লাবের সহ সভাপতি শামিম আহমদ,দায়িত্বশীল শারজাদ হোসেন শুভ, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাহিদ আহমদ,দেলোয়ার হোসেন, রিমন আহমদ,আব্দুল্লা আল আমিন সহ প্রমুখ।

অনুষ্টান শেষে প্রধান অতিথি আহমদ জুবায়ের লিটন ও শাহবাজপুর ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি তোয়াহিদুর রহমান টিপু,সম্পাদক মতিউর রহমান জাকের এর হাতে মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মাদ্রাসার শিক্ষক ও ছাত্র বৃন্দ।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.