বড়লেখায়ঃ দক্ষিন দৌলতপুর যুব সমাজের উদ্দোগে আর্থিক সহযোগীতা প্রদান।


মোঃইবাদুর রহমান জাকির বিশেষ প্রতিনিধিঃ

মৌলভী বাজার জেলার বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর (দক্ষিণ) যুব সমাজের উদ্যোগে(২৪শে সেপ্টম্বর),বৃহস্পতিবার বেলা ১১টায় স্হানীয় দক্ষিণ দৌলতপুর পান্জেগানা মসজিদের সামনে দক্ষিণ দৌলতপুর গ্রামের অসচ্ছল, অসহায় হতদরিদ্র ৭০ জন মানুষের মাঝে নগদ অর্থ (৫০০টাকা) খামের ভিতর ভরে বিতরণ করা হয়।
দৌলতপুর (দক্ষিন) যুব সমাজের আহবায়ক ব্যবসায়ী আব্দুন নুরের সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক জামিল আহমদের পরিচালনায় নগদ অর্থ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ দৌলতপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি ফারুক আহমেদ,মাসুক আহমদ,লন্ডন প্রবাসী হাজী মজির উদ্দিন মনু,মতছিন আলী,হাজী আজির উদ্দীন,সামছ উদ্দীন চুনু, তাজ উদ্দীন,আলমাছ আলী,দোয়াদ আলী,আব্দুশ শুকুর,হারুনুর রশিদ,সিরাজ উদ্দীন,ছায়াদ আলী,আলতাফ হোসেন,ইন্দ্র মোহন বিশ্বাস,বিরেন্দ্র বিশ্বাস,কাতার প্রবাসী জাবের আহমদ,জামিল আহমদ,কামরুল ইসলাম,সামছুদ্দোহা মন্জু,মারজান আহমদ,আব্দুল্লাহ, আমির আলী প্রমূখ।

দৌলতপুর(দক্ষিন)যুব সমাজের আহবায়ক ব্যবসায়ী আব্দুন নুর জানান আমাদের যে রকম সাহায্যের হাত নিয়ে অতীতে ছিলো,ভবিষ্যতে ও থাকবে ইনশাআল্লাহ। নগদ অর্থ সহ খাদ্য সামগ্রীয় বিতরণ সহ গ্রামের নানা উন্নয়নমূলক কর্মকান্ডে থাকবে অংশিধারিত্ব।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.