বড়লেখায় দুই ইউনিয়নের উপ নির্বাচনে৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা।


মোঃইবাদুর রহমান, জাকির বিশেষ প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দুইটি ইউনিয়নের দুইটি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার সাদেকুর রহমানের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। আগামী ২০ অক্টোবর দুইটি সাধারণ আসনের শূন্যপদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বড়লেখা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শূন্য ইউপি সদস্য পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন-আব্দুস ছালাম, আব্দুস সহীদ ও সজল দে।

অপরদিকে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শূন্য ইউপি সদস্য পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন-বেলাল আহমদ, জাফর ইকবাল, ময়নুল ইসলাম মনু ও শ্যামল রঞ্জন পাল।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.