বড়লেখায় ‘সিএনআরএস’ প্রকল্পের আওতায় ৯৪নারীদের মধ্য সেলাই মিশিন বিতরণ।


মোঃইবাদুর রহমান জাকিরঃ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আয় বৃদ্ধিমূলক কাজের জন্য (২২সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে সেভ দ্যা চিলড্রেনের অর্থায়নে ও বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) সূচনা প্রকল্পের ৯৪ জন উপকারভোগী দুস্থ মহিলা ও কিশোরীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে অনুিষ্ঠত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও সূচনার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদের সঞ্চালনায় সেলাই মেশিন বিতরণের সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার, সাংবাদিক আব্দুর রব, তপন কুমার দাস, ইউপি সদস্য হিফজুর রহমান প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সুচনা প্রকল্পের সিনিয়র ম্যানেজার মাহবুব হাসান।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.