
সমছ উদ্দিন সৌদি থেকেঃ
বিশ্বের বিভিন্ন দেশে থাকা বড়লেখার প্রবাসীদের কল্যাণে প্রবাসীদের নিয়ে সংগঠিত “বড়লেখা প্রবাসী মানবিক ঐক্য ফান্ড” নামে একটি সমিতি কেন্দ্রিক সংগঠনের কমিটি গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
বড়লেখা উপজেলার সুপরিচিত সামাজিক সংগঠন বড়লেখা পাবলিকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সৌদি আরব প্রবাসী জনাব মাহতাব আল মামুন এর উদ্যোগে মানবিক চিন্তাধারায় এই সংগঠন করা হয়।
প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠনের প্রতিষ্টাতা জনাব মাহতাব আল মামুনের কাছে সংগঠন সম্পর্কে জানতে চাইলে তিনি দৈনিক বড়লেখাকে জানান শুধুমাত্র বড়লেখার কিছুসংখ্যক প্রবাসীদের কল্যাণের কথা চিন্তা করে এই প্রবাসী মানবিক ফান্ড তৈরি করার উদ্যোগ নিয়েছি।বিভিন্ন সময় দেখা যায় অনেক প্রবাসী দেশে যাওয়ার পর অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়েন। তাছাড়াও প্রবাসীরা সবার বিপদে সবসময় এগিয়ে আসলেও প্রবাসীদের বিপদে তেমন কাউকে এগিয়ে আসতে দেখা যায়না।এদের পিছনে আর্থিকভাবে সমর্থন দেয়ার মতো কাউকে পাওয়া যায় না। সাময়িক অসুবিধাগ্রস্ত সেই প্রবাসীদের সাহায্য করার চিন্তা থেকে এই সংগঠন তৈরি করা।
শুক্রবারে (১৮সেপ্টেম্বর২০) সংগঠনের এক বছরের জন্য কার্যকরী কমিটির দায়িত্বশীল সহ সকল সদস্যগণের নামের তালিকা প্রকাশ করা হয়।
নবগঠিত পরিচালনা পরিষদের পরামর্শক হিসেবে জনাব আব্দুল মালিক, জনাব মাসুম উদ্দিন, জনাব সামসুল ইসলাম (শিপন)কে নির্বাচিত করা হয়।
কার্যকরী পরিষদে রয়েছেনঃ
চেয়ারম্যান জনাব মাহতাব আল মামুন।
সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব শাহীন আহমেদ
মহাসচিব জনাব আবু হাসান
,যুগ্ম মহাসচিব জনাব শাহীন আহমেদ (জুনিয়র)।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব কামাল আহমদ।
সহকারী আন্তর্জাতিক জনাব হোসাইন আহমেদ।
পরিকল্পনা বিষয়ক সম্পাদক জনাব জামিল আহমেদ।
সহকারী সম্পাদক ” জনাব আসফাক আহমেদ।
তথ্য বিষয়ক সম্পাদক জনাব ওলিউর রহমান লাল।
সহকারী জনাব জুবায়ের আহমেদ।
মিডিয়া বিষয়ক সম্পাদক জনাব আরমান জায়েদ।
এ ছাড়াও সংগঠনের প্রতিনিধি হিসেবে দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন জনাব সিরাজুল ইসলাম শিরুল, জুবায়ের আহমেদ দিলশাদ।
তাছাড়া সদস্য হিসেবে আছেন, জনাব আব্দুল হক, আব্দুল জলিল, খছরুল আমীন, হাসান আহমেদ, আলী হোসেন, জয়নুল ইসলাম, জাহেদ হোসাইন, সাহেদ আহমেদ (সিনিয়র), সাহেদ আহমেদ( জুনিয়র), জুনেদ আহমেদ, জিয়াউর রহমান, মাহমুদুর রহমান, সতেজ আহমেদ, রায়হান আহমেদ, আমিনুল ইসলাম, আলী আহমেদ।
