
নিজস্ব সংবাদ: দুর্বার মুক্ত স্কাউট দল বড়লেখার একটি চৌকস সামাজিক সংগঠন। করোনা সহ যাবতীয় সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। করোনা মহামারী শুরু থেকেই তারা সাধারণ মানুষের পাশে বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় আজ (১৭ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ও রতুলি বাজারে সাবান এবং মাস্ক বিতরণ কার্যক্রম করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আল ইমরান এই কার্যক্রমের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিকশিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, পি আই ও ওবায়দুল্লা খান, শাহবাজপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মইনুল ইসলাম, দক্ষিণ ভাগ উওর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনাম উদ্দিন, তালিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যুৎ কান্ত দাস, পরিচালনা করেন মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন,পরবর্তীতে উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ তাজউদ্দীন এর নেতৃত্বে উক্ত স্থানে মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এসময় দক্ষিণভাগ ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আজির উদ্দিন ও রতুলি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল রহমান সাইদুল উপস্থিত ছিলেন।
