বড়লেখায় ক্যান্সার আক্রান্ত এবাদের পাশে; বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম”


মোঃইবাদুর রহমান জাকির বিশেষ প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৫নং দক্ষিন শাহবাজপুর ইউনিয়নের তারাদরম গ্রামে বিএনপি পরিবারের সদস্য মরণ ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত এবাদুর রহমানের চিকিৎসার জন্য ফোরামের পক্ষ থেকে আর্থিক সহায়তা ৭০,০০০/= টাকা প্রদান করা হয়েছে।(১৪সেপ্টেম্বর) বিকেল ৪ ঘটিকার সময় রোগীর বাড়ীতে তার পাশাপাশি আরো চারটা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার আমন্ত্রণে উপস্থিত ছিলেন বড়লেখা পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধাররন সম্পাদক আতাউর রহমান শহীদ, যুগ্ন- সম্পাদক জালাল আহমদ তালাল,মীর শামিমুর রহমান,সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক হাজী সেলিম, উপজেলা মহিলা দল নেত্রী আমিনা বেগম ডলি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিস আহমেদ, বিএনপি নেতা মিজানুর রহমান হেলাল, সাবেক যুবদল সভাপতি শাহজাহান উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন যুবদল নেতা আলিম উদ্দিন, সেচ্ছাসেবক দল নেতা ফখরুল ইসলাম, যুবদল নেতা সাজ্জাদুর রহমান সুহেল, ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলা সাবেক সভাপতি মোঃ খায়রুল ইসলাম, ছাত্রদল নেতা শরিফ উদ্দিন, রুবেল হুসাইন, আব্দুল ফাত্তাহ, আমিনুল ইসলাম, নাহিদ আহমেদ, আব্দুল বাছিত প্রমুখ।
এছাড়াও অনুষ্টানে বিএনপি নেতা মিজানুর রহমান হেলাল ও শাহজাহান উদ্দিন প্রত্যেকে ৫০০০।= টাকা করে এবাদের চিকিৎসা বাবত প্রদান করেন।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.