
মোঃইবাদুর রহমান জাকির বিশেষ প্রতিনিধিঃ
সিলেট বিয়ানীবাজারের ক্রীড়াঙ্গনের সবার প্রিয়মূখ ‘ক্রিকেট পাগল কাওছার’ নামে সুপরিচিত মো. কাওছার আহমদ আর নেই। রোববার রাত ১২টার দিকে পৌর শহরের শ্রীধরা গ্রামের তার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
ক্রিকেটপাগল কাওছারের মৃত্যুর খবরে শোকের ছায়া পড়েছে বিয়ানীবাজার উপজেলা সহ স্থানীয় ক্রীড়াঙ্গনে। তার মৃত্যুর সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ার পর থেকেই দেশ – বিদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাওছারকে ঘিরে পুরনো স্মৃতি রোমন্থন করে আবেগ অাপ্লুত হয়ে পোস্ট প্রকাশ করছেন কাওছার কে দেখা যেতো মিছিলে আগের সারিতে আবার কখনো দেখা যেতো খেলার দর্শক গ্যালারীতে।
