
আগামীকাল ১৫ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার থেকে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আকারে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালুর অনুমোদন দিয়েছে সৌদি সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি।
গত সপ্তাহে প্রকাশিত ২৫ টি দেশের নাগরিকগণ স্বাভাবিক ফ্লাইট চালু হওয়ার আগ পর্যন্ত এই সুবিধা পারবেন। তার মধ্যে বাংলাদেশের নাম রয়েছে! তবে অবশ্যই ৭টি নির্দেশনা মেনে যাত্রীদের যাতায়াত করতে হবে।
ডিসেম্বর নাগাদ করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ১জানুয়ারি ২০২১ থেকে বাকি সকল দেশের নাগরিকগণ সৌদি থেকে এবং সৌদিতে প্রবেশ করতে পারবেন।
বাংলাদেশ থেকে যারা নতুন আসবেন অবশ্যই আপনার স্পন্সরের বিষয়ে সঠিক তথ্য জেনে তারপরে আসবেন কারণ বর্তমানে এখানকার পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। দালালের মধুর কথায় কান দেবেন না।
