বড়লেখায় ৭৫ জন শিক্ষক কর্মচারীর মধ্যে চেক বিতরণ

এম. এম আতিকুর রহমান ঃ

বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত নন এমপিও কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রসার শিক্ষক-কর্মচারীদের অনুকূলে অনুদানের চেক বিতরণ করা হয়। এসময় ৭৫ জন শিক্ষক – কর্মচারীর অনুকূলে ৩,৪০,০০০ টাকার চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হেলাল উদ্দিন সহ কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও আজ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন, বড়লেখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.