বড়লেখায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি।

এম. এম আতিকুর রহমান ঃ

মৌলভীবাজারের বড়লেখার কাঠালতলী ইউনিয়নের দক্ষিণ মুছেগুলের জুনাব আলীর বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

আজ ৮ সেপ্টেম্বর ভোর ০৫-৩০ মিনিটের সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো ঘর জ্বলে ছারখার হয়ে যায়। এতে ঘরের সোফা সেট, ফ্রিজ সহ যাবতীয় মালামাল ভস্মীভূত হয়ে আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক পর্যায়ে জানা গেছে। ভোরে আগুন লেগেই মুহুর্তের মধ্যে পুরো বাড়ীতে ছড়িয়ে নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। খবর পেয়ে বড়লেখা ফায়ার সার্ভিসের লোকজন আসার পূর্বেই সবকিছু পুড়ে যায়। মর্মান্তিক এ ঘটনায় কেউ হতাহত না হলেও বাড়ি ঘর আসবাবপত্র সব পুড়ে গিয়ে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতিতে বাড়ীর মালিক বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.