
মোঃইবাদুর রহমান জাকির
পর্তুগালের স্পেন বর্ডার এর কাছাকাছি অবস্থিত ভিলা নোভা ডে সার্ভেইরা শহরে মোঃ জামাল উদ্দিন একটি শিপ-বিল্ডিং ফ্যাক্টরিতে কাজ করতেন, পর্তুগাল স্থানীয় সময় বৃহঃবার ভোর ৪ ঘটিকায় কাজ চলাকালীন সময়ে হঠাৎ করে উপর থেকে বড় লোহার একটি বক্স তার শরীরের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান দুর্ঘটনায় তিনি মর্মান্তিকভাবে ঘটনাস্থলে নিহত হন।তার লাশ স্থানীয় একটি হাসপাতালের হিমাঘরে রাখা হয়েছে।
নিহত মোহাম্মদ জামাল উদ্দিনের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় ,৫নংদক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের কাইতাবন্দ গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে সহ পর্তুগালের ৬বছর ধরে ভিয়েনা কাস্তেলো অঞ্চলে বসবাস করতেন ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর, এই ক্ষণজন্মা সদালাপী, সুন্দর চরিত্রের অধিকারী মোহাম্মদ জামাল উদ্দিনের অকালমৃত্যুতে পরিবারসহ পর্তুগালে অবস্থিত বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। প্রবাসীরা শোকসন্তপ্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সার্বিক সহযোগিতা করছেন।
স্থানীয় ইউপি মেম্বার আনিছ আহমদ পর্তুগাল প্রবাসী জামাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার মৃত্যুতে পর্তুগালের প্রবাসী, দেশে থাকা আত্মীয়-স্বজন ও এলাকাবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। লাশ দেশে আনার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে।
