বড়লেখায় টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা, ব্যাপক ক্ষয়ক্ষতি


মোঃইবাদুর রহমান জাকির,বড়লেখাঃ

মৌলভীবাজারের বড়লেখায় পৌরশহরে(২৯আগষ্ট)গত গভীর রাত থেকে টানা ৬-৮ঘন্টার ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল থেকে নেমে আসা আকস্মিক বন্যাতে প্লাবিত হয়ে বড়লেখা শহরের বিভিন্ন বাসা,বাড়ি,দোকান পাট ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পানি ঢুকে পড়ে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়।উপজেলা পরিষদের আসপাশ সহ চান্দগ্রাম রোড, ফায়ার সার্ভিস স্টেশন, মসজিদ , ক্লিনিক , পশু হাসপাতাল ,ডায়াগনস্টিক সেন্টারের রাস্তা সহ উত্তর চৌমুহনী থেকে বড়লেখা সরকারি কলেজ পর্যন্ত পানিতে তলিয়ে যায়।

ব্যবসায়ীরা জানান, এই পানি’র কারণে আমাদের দোকানে’র অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, উনারা জানান বিগত দিনে পানি আরো বেশি থাকতো, কিন্তু এইবার খাল খনন করে দেওয়ার কারণে পানি তারাতাড়ি নেমে যাচ্ছে নিচের দিকে।
এদিকে শহরের পানি নিস্কাশনের ব্যবস্থার থাকলেও নেমে যেতে পারছে না বৃষ্টির পানি। নিচু রাস্তার কোথাও হাঁটু, আবার কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে।রাস্তায় পানি থাকায় চলাচল করতে পারছেনা যানবাহন। এসময় যাতায়ত কারিরা দূর্ভোগে পড়েন।প্রায় সারারাতর টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে। পৌরশহরের বেশিরভাগ এলাকা পানিতে সয়লাব হয়ে যাওয়ায় চলাচলে সীমাহীন দুর্ভোগের সৃষ্টি হয়। শহরের অনেক এলাকায় দোকানপাট ও ব্যাবসায়ীদের গোদামে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে রোববার ভোরে প্লাবিত এলাকা পরিদর্শন করেন পৌর মেয়র আবু ইমাম মো. কামরান চৌধুরী।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.