সি আর দত্তের মৃত্যু পরিবেশ মন্ত্রীর শোক প্রকাশ।

এম. এম আতিকুর রহমান ঃ

মহান মুক্তিযোদ্ধর ৪ নং সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মৌলভীবাজার ০১ বড়লেখা জুড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহাব উদ্দিন। 

আজ ২৫ আগস্ট এক শোকবার্তায় মন্ত্রী জানান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বৃহত্তর সিলেট অঞ্চলে তাঁর বীরত্ব ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মৌলভীবাজারে ক্যাম্প স্থাপন করে হানাদার বাহিনীর বিরুদ্ধে তিনি বীর বিক্রমে যুদ্ধ পরিচালনা করেন। বিডিআর (বর্তমানে বিজিবি) এর প্রতিষ্ঠাতা মহাপরিচালক হিসেবে দেশের সীমান্ত সুরক্ষায় তিনি অসামান্য অবদান রেখেছেন। একাধিকবার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে মুক্তিযোদ্ধাদের কল্যাণে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তাঁর মৃত্যুতে জাতি এক শ্রেষ্ঠ সন্তানকে হারাল। 

তিনি সি আর দত্তের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.