জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

এম. এম আতিকুর রহমান ঃ

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা বাজারে আজ ১৬ আগস্ট রবিবার দুপুরে টিনের ঘরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ব্যক্তির নাম ওয়াহিদ উল্লাহ (৫০), পিতা হবিব উল্লাহ, গ্রাম বিরইনতলা।
ফুলতলা ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মারুফ আহমেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াহিদ উল্লাহর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

জুড়ী থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ফুলতলা ইউনিয়নের ফুলতলা বাজারের একটি টিনের ঘরে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ওয়াহিদুল্লাহর মৃত্যু ঘটে। এ ব্যাপারে তদন্ত করে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.