মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে হাকালুকি হাওরে মোবাইল কোর্ট ৫জনকে অর্থদণ্ড।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার, ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরানের নেতৃত্বে উপজেলা মৎস্য অফিস ও বড়লেখা থানা পুলিশের সহায়তায় আজ হাকালুকি হাওরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ এ সারাদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সরকার ঘোষিত অভয়াশ্রম "কৈয়ারকোনা বিলে" নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল,বেড় জাল এবং মাছ ধরার ছাই দিয়ে মাছ ধরার অপরাধে ০৫ জন কে সর্বমোট ২৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ০৫ জন কে ভবিষ্যতে এই ধরনের কাজ না করার মুচলেকা আদায় করা হয়। মোবাইল কোর্টের অভিযানে প্রায় তিনলক্ষ টাকা মূল্য এর নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল, বেড় জাল ও মাছ ধরার ছাই জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.