শ্রীমঙ্গলে মৃতের দাফন সম্পন্নমৌলভীবাজারে ২৪ ঘন্টায় কেউ করোনা আক্রান্ত হয়নি

এম. এম আতিকুর রহমান ;

মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো করোনা আক্রান্ত ব্যক্তি পাওয়া যায়নি। তবে শ্রীমঙ্গলে মৃত একজনের দাফন কাফন ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশন সম্পন্ন করেছে।
ফাউন্ডেশনের জেলা সভাপতি মাওলানা এহসান জাকারিয়া জানান, ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের ১২তম দাফন এটা।

শ্রীমঙ্গল পৌরসভার ৫ নং ওয়ার্ডের শ্যামলী আবাসিক এলাকার নৌবাহিনীর অবঃ চিফ পিটি অফিসার সাহাব উদ্দিন (৬৫) করোনা পজেটিভ নিয়ে গতরাত ১০ ঘটিকায় ঢাকা সিএমএইচ হসপিটালে ইন্তেকাল করেন। আজ বিকেলে উনার জানাজা ও দাফন কাফন ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশন সম্পন্ন করেছে।

এদিকে আজ রোববার (১২ জুলাই) দুপুরে মৌলভীবাজারের সিভিল সার্জন কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনের মাধ্যমে করোনার সর্বশেষ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী গেল ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন শ্রীমঙ্গলে ১জন। ২৪ ঘণ্টায় জেলায় করোনামুক্ত হয়েছেন ৩৩ জন। তবে এই সময়ে জেলায় নতুন কারো করোনা শনাক্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

এ পর্যন্ত মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৬৫৭ জন। এদের মধ্যে সদরে ১৯ জন, রাজনগরে ৪৭ জন, কুলাউড়ায় ১১০ জন, বড়লেখায় ৫৫ জন, কমলগঞ্জে ৭৪ জন, শ্রীমঙ্গলে ৬৪, জুড়ীতে ৫৬ এবং মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের ২৩১ জন রয়েছেন।

মোট আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৬৪ জন এবং পজিটিভ সনাক্ত হয়ে মারা গেছেন ৮ জন।

জেলায় এখন পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন ৩ হাজার ৭৭ জন। যাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৯৫৮ জন।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.