বাহরাইনে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার এক যুবকের মৃত্যু

এম. এম আতিকুর রহমান ;

বাহরাইনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলের পার গ্রামের মরহুম রাজিব আলীর ছেলে সিদ্দেক আলী নিহত হয়েছেন।
জানা জায়, সিদ্দেক আলী বাহরাইনে একটি কোম্পানীর গাড়ী চালাতেন।
প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার বিকেলে কোম্পানীর কাজের সাইড থেকে লোক আনতে গাড়ী চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে তিনি মারা যান।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের এলাকা হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু গনমাধ্যমকে জানান, নিহত সিদ্দেক আলীর করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়েছে। করোনার ফলাফল নেগেটিভ আসলে লাশ দেশে আনা হবে।
বাহরাইনে সিদ্দেক আলীর মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.