
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ১০নং মুড়িয়া ইউনিয়নের পুর্ব মুড়িয়া এলাকার আষ্টঘরী ইউনিটের উদ্দ্যোগে কিশোর কন্ঠ পাঠক ফোরামের আয়োজনে এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সেক্রেটারী ও আমেরিকা প্রবাসী নাহিমুল ইসলাম এর অর্থায়নে,এস এস সি ২০২০পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কে নিয়ে এক কৃতি ছাত্র সংবর্ধনা ও ভোজন সভার আয়োজন করা হয়।এতে কিশোর কন্ঠ পাঠক ফোরামের শতাধিক কৃত্বি ছাত্র অংশ গ্রহন করেছেন।উক্ত ভোজন সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক,সাবেক কিশোর কন্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা সভাপতি ফরিদ আল মামুন। পু্র্ব মুড়িয়া শাখার সাবেক সভাপতি বাহার আহমদ,
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন কিশোর কন্ঠ পাঠক ফোরাম পু্র্ব মুড়িয়া শাখার সভাপতি জুনেদ আহমদ।সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজ।আষ্টঘরী ইউনিট কিশোর কন্ঠ পাঠক ফোরামের পরিচালক মোঃহাসান আহমদ প্রমূখ।
সংবাদ বিজ্ঞপ্তি
