
সিলেটে বৃহস্পতিবার পৃথক তিনটি ল্যাবের পরীক্ষা শেষে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরো ৭৬ জন। ২৮ মে বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ২য় তলায় স্থাপিত পিসিআর ল্যাবে ৫১ টি পজেটিভ রিপোর্ট আসে। আক্রান্ত ৫১ জনই সিলেট জেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (২৮ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার ১৮ জন শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়। আক্রান্ত ১৮ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
এদিকে হবিগঞ্জে বৃহস্পতিবার ঢাকা থেকে পজেটিভ রিপোর্ট আসে হবিগঞ্জের আরো ৭ জনের। আক্রান্তের মধ্যে একজন চিকিৎসকও আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল। এদের মধ্যে ৬ জন সদরের আর চুনারুঘাটের একজন।
আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসকও আছেন। বৃহস্পতিবার দিন শেষে পৃথক তিনটি ল্যাবের পরীক্ষা একদিনে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে।
সিলেট বিভাগে নতুন ৭৬ জন নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮৩৫ জনে। এর মধ্যে সিলেট জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন, সুনামগঞ্জে ১৩১ জন, হবিগঞ্জে ১৭১ জন ও মৌলভীবাজারে ৯৭ জন।
