কুলাউড়ায় হাজীপুর ইউপি চেয়ারম্যান এর উপর ৮ সদস্যের দুর্নীতির অভিযোগ

হাবিবুর রহমান সাদি কুলাউড়া : কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চুর বিরুদ্ধে মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে ১১ টি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন এই ইউনিয়ন পরিষদেরই ৮ সদস্য। এনিয়ে পুরো উপজেলাজুড়ে তোলপাড় চলছে।

গত ৩ মে মৌলভীবাজারের জেলা প্রশাসক বরাবরে দেয়া এই অভিযোগপত্রে হাজীপুর ইউনিয়ন পরিষদের ৮জন ইউপি সদস্যই স্বাক্ষর করেন।অভিযোগে স্বাক্ষরকারী ইউপি সদস্যরা হলেন- ৫নং ওয়ার্ড সদস্য প্যানেল চেয়ারম্যান-১ মনিরুজ্জামান হেলাল, ৮ নং ওয়ার্ড সদস্য মো. রাজা মিয়া, ৯ নং ওয়ার্ড সদস্য মো. গুলজার আহমদ, ৪নং ওয়ার্ড সদস্য শেখ আব্দুর রউফ, ৬ নং ওয়ার্ড সদস্য মো. কবির আহমদ, ৭নং ওয়ার্ড সদস্য তাহের আলী, ৪,৫ ও ৬নং ওয়ার্ড সদস্য মাধবী রানী দেব এবং ৭,৮ ও ৯ রাবেয়া বেগম।

জেলা প্রশাসক বরাবরে প্রেরিত অভিযোগপত্রে ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চুর বিরুদ্ধে মোট ১১টি অভিযোগ তুলে ধরা হয়। এসব অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য হলো- কুলাউড়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদ ভবনের প্রধান ফটকে ইউনয়ন পরিষদ লেখা থাকলেও তিনি দায়িত্ব নেয়ার পর চেয়ারম্যান কার্যালয় লেখার মাধ্যমে তিনি তার একনায়কতন্ত্র প্রকাশ করেছেন।
জন্ম নিবন্ধন, নাগরিক সনদ ও উত্তরাধিকার ফি এর টাকা জনগনের নিকট থেকে যথারীতি আদায় করে চেয়ারম্যান ভাগ করে নিয়ে যান। এই টাকার কোন হিসাব নেই।
চলতি অর্থবছরের গৃহকর এনজিও’র মাধ্যমে আদায় করে কোন হিসাব ছাড়াই তা আত্মসাৎ করেছেন।
অতিদরিদ্র ও এলজিএসপি সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ইউনিয়ন পরিষদের রেজুলেশন মত না করে তিনি ইচ্ছা মাফিক প্রকল্প দাখিল ও সম্পন্ন করেন।
ইউনিয়ন পরিষদের অর্থনৈতিক বিষয় সহ সর্ব বিষয়ে ২৫-৩০% অর্থ ও কিছু ক্ষেত্রে বরাদ্ধ দাবী করেন। এমনকি সকল ধরনের বরাদ্ধ সদস্যদের নিকট আংশিক প্রকাশ করেন, যা সদস্যরা পরবর্তী সময়ে উপজেলা অফিস থেকে জানতে পারেন এবং পরবর্তীতে চেয়ারম্যান এমনটি হবেনা বলে গত ৪ বছর থেকে বার বার উনাদেরক প্রতিশ্রুতি দেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে অভিযুক্ত হাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু বলেন, অভিযোগটি সম্পর্কে আমার জানা নেই।
বিষয়টি নিয়ে কথা বলতে মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন এবং কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরীর সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.