কাউন্সিলর আজাদের শারীরিক অবস্থার অবনতি

কাউন্সিলর আজাদ


মোঃইবাদুর রহমান জাকির বিশেষ প্রতিনিধিঃ

সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আওয়ামীলীগ নেতা আজাদুর রহমান আজাদের অবস্থা ভালো নেই। গত রাতে পাতলা পায়খানা হওয়ায় শরীরের অবনতি ঘটেছে। দিতে হচ্ছে বেশি মাত্রায় অক্সিজেন।

আজ শুক্রবার (২৯ মে) সকালে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য জানিয়ে বলেন, ‘কাউন্সিলর আজাদের অবস্থা ভালো না। সবসময় তার অক্সিজেন চলছে। একটু বেশিই অক্সিজেন লাগছে।’
তিনি বলেন, ‘কাউন্সিলর আজাদ ঝুঁকিতে আছেন। গতকাল রাতে তার পাতলা পায়খানাও হয়েছে। শ্বাসকষ্ট আছে, তিনি শারীরিকভাবেও দুর্বল।’
প্রসঙ্গত, গত ২৪ মে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় কাউন্সিলর আজাদুর রহমান আজাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.