
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিনভাগ বাজারে কয়েকমাস থেকে এক বৃদ্ধ মহিলার আগমন।তিনি একজন মানসিক রোগী।বাজারের রাস্তার পাশে কয়েকটি বস্তা বর্তি বোতল ও বাজারের বিভিন্ন ময়লা আবর্জনা নিয়ে নুয়ে নুয়ে উনাকে প্রায় সময় হাটতে দেখা যায়। বিভিন্ন পথচারি ও জনসাধারন উনাকে টাকা দিয়ে সাহায্য করতে চাইলে তা ও উনি নিতে আগ্রহি হোন না।তবে খাবারের কোন কিছু কিনে দিলে অনেক সময় খেতে দেখা যায়।প্রতিদিন রাতে বাজারের বিভিন্ন মার্কেটের সামনেই উনার ঘুমানোর স্থান।দিনে পথচারিদের বিস্কুট,পানি,জুস,বিরানি খেয়েই চলে। অনেক দিন রাতে উনাকে খুজে খুজে এলাকার অনেক মানবিক ব্যক্তিবর্গ উনাকে রাতের খাবার দিয়ে যেতে দেখা যায়।

প্রতিদিনের মতো ঈদের দিন এভাবে চলছিল।ঈদের পর দিন সকালে বাজার ব্যবসায়ী সমিতির সহ: সাধারন সম্পাদক ও নাজমা বস্ত্রালয়ের স্বত্তাধিকারি জনাব সাইফুল ইসলাম ও বিশিষ্ঠ ব্যবসায়ী সিরাজ হোটেলের স্বত্তাধিকারি জনাব সিরাজ উদ্দিনের একটি মহৎ উদ্দ্যোগের মাধ্যমে বদলে যায় উনার পূর্বের গঠন।উনারা নিজ উদ্দ্যোগে মহিলাকে নিয়ে (একজন মহিলাকে দিয়ে) ভালভাবে পরিস্কার করে গোসল শেষে নতুন কাপড়-চোপড় পরিধান করিয়ে খাবার দেন।এবং সিরাজ উদ্দিন উদ্দ্যোগ নেন যে একটি বাড়িতে একজন মহিলাকে দায়িত্ব দিয়ে প্রতিদিন উনার থাকার ব্যবস্থা ও সিরাজ হোটেলের পক্ষ থেকে তিনবেলা খাবার ব্যবস্থা করবেন।
উনার সাথে (মহিলা) কথা বললে উনি উনার বাড়ি,এলাকা,কারো নাম কিছুই বলতে পারেন নি।তবে উনার কথাবার্তার ভাষায় বুঝা যাচ্ছে যে উনি কুমিল্লার বাসিন্দা হতে পারেন।যদি কোন ব্যক্তিবর্গ উনার পরিচয় পেয়ে থাকেন তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
পোষ্টটি সকলে শেয়ার করার অনুরোধ করছি..আমরা সকলে মিলে দেখি এই মহিলার বাড়ি পর্যন্ত পৌছানো যায় কিনা।
মোবাইল:০১৭১৩৫৯৬৪৯৮ (সাইফুল), ০১৭১১৪৮৬৭৫১ (সিরাজ)।
