
বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের ও দুবাই গেছেইজ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আজিম মোহাম্মদ এক তরুন সমাজ সেবক। তিনি প্রবাসে থেকে জন্ম মাটির অসহায় মানুষের কথা চিন্তা করে মানবসেবাকে ইবাদাত মনে করে দেশের রাজনৈতিক প্রতিহিংসাকে পিছনে ফেলে বিশ্বের বিভন্ন দেশে অবস্থানরত বড়লেখা উপজেলার প্রবাসীদেরকে নিয়ে ২০১৯ প্রতিষ্টা করেন প্রবাসী ঐক্য পরিষদ। এই পরিষদের মাধ্যমে অনেক অসহায় মা-বোন চিকিৎসা খরচ প্রদান, ছাত্র-ছাত্রী পড়ালেখার খরচ, দরিদ্র মানুষ ত্রাণ প্রদান করে আসছেন। কিন্তু ইদানিং করোনা প্রাদুর্ভাবে যখন উপজেলার ভিবিন্ন এলাকায় ত্রান বিতরণ করে প্রবাসী ঐক্য পরিষদ। তা সামাজিক যোগাযোগ ফেইসবুক এ প্রকাশ পাওয়ার পর। কিছু সংখক খারাপ চরিত্রের অধিকার পরিচয় বিহীন নামে বেনামে ফেইসবুক এর আই,ডি,দিয়ে,আজিম মোহাম্মদ শিবির কর্মী ছিলেন,
৫০হাজার টাকা ঐক্য পরিষদের আত্বসাৎ করেছেন,৫নং দক্ষিণশাহবাজপুর ইউনিয়নে ৫নং মেম্বার প্রার্থী হবেন বলে বিভিন্ন রকম মিথ্যা গুজব রটানো হচ্ছে।
আজিম মোহাম্মদ মুটোফোনে আমাদের প্রতিনিধির সাথে কথা বলে জানান, তিনি আরো২০ বছর প্রবাসে থাকার ইচ্ছা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হওয়ার কোন ইচ্ছে নাই। তাছাড়া বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির জড়িত ছিলেন। তিনি দাবী করেন আমার রাজনৈতিক জীবনের অবিভাবক মুড়াউল গ্রামের বাসিন্দাও সিলেট জজ আদালত ২নং বারের এডভোকেট রঞ্জু দেবনাথ উনার হাতে ধরে প্রথম বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেন। পরবর্তীতে রঞ্জু দেবনাথ সহ আমরা অনেকই মুড়াউল আর্দশ “আওয়ামী সংঙ্গ চেতনা” নামে একটি সংগঠন করেছিলাম, আমি ঐ সংঘের দপ্তর সম্পাদক ছিলাম,দপ্তরের সব আমার নিকট থাকতো, মুড়াউল বাজারে আমার দুইটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল টেইলারিং ও লাইব্রেরি এন্ড ষ্টেশনারী, দুটি দোকানে নিয়মিত আওয়ামী যুবলীগের মিটিং হতো।সমাজ সেবায় নিজকে বিলিয়ে দিতে চাই ইবাদাত মনে করে সততা নিষ্টাও আন্তরিকতার সহিত বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের দায়িত্ব পালন করে আসছি।
প্রবাসী ঐক্য পরিষদের সিনিয়র দায়িত্বশীলের সাথে মুটোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমাদের এই পরিষদে কোন রাজনৈতিক পরিচয় নাই আামরা জন্মসূত্রে বড়লেখা উপজেলার নাগরিকও প্রবাসী সেচ্ছাসেবক। দুঃখের সহিত বলছি ,প্রবাসী ঐক্য পরিষদের সাধারন সম্পাদক কে জড়িয়ে সামাজিক যোগাযোগে যে আনিত অভিযোগ গুলি সর্ম্পূন্ন রুপে মিথ্যা বানোয়াট।
আমাদেরকে সামাজিক অঙ্গন থেকে দূরে সরানোর জন্য,এই মিথ্যা গুজব রটানো হচ্ছে, আমাদের সংগঠনের সাধারণ সম্পাদকের ব্যাপারে বলা,আর সংগঠনের ভাবমূর্তি নষ্ট করতে এ অপপ্রচার চালানো হচ্ছে।
