
নিজস্ব প্রতিবেদকঃসিলেট বিভাগ সহ দেশ-বিদেশের সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানালেন সপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ ক্লাব সিলেট মহানগর শাখার আহবায়ক মোহাম্মদ নাঈম।
গনমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা বার্তা জানান।তিনি বলেন এ কঠিন পরিস্থিতিতে আসন্ন ঈদ-উল-ফিতর এর আনন্দ তেমন ভাবে উপভোগ করতে পারবে না দেশ-বিদেশে অবস্থানরতরা। করোনাভাইরাসের কারনে আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে এসেছে আমরা জানি।
কোভিড-১৯ এর মহামারিতে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২১০টি দেশের কয়েক লাখ মানুষ মৃত্যুবরণ করেছেন। পরিস্থিতি যাইহোক জীবনযাত্রা ও সময়তো আর থেমে থাকে না, আমাদের সবাইকে পবিত্র রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সবার কল্যাণে দোয়া চাইতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে হেফাজত করেন। সেই সাথে সর্বস্তর মানুষ কে আমার ভালোবাসা সম্মান, বড়দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশ-বিদেশের সবাই কে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, ঈদ মোবারক।
মোহাম্মদ নাঈম বলেন, বর্তমান করোনা পরিস্থিতি কেমন আমরা সবাই অবগত আছি, আসুন সবাই শারীরিক, সামাজিক দূরত্ব মেনে চলি। সেই সাথে আবার সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা”
