
এম.এম আতিকুর রহমান,বড়লেখাঃ চলমান প্রেক্ষাপটে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে নিম্নবিত্ত দিনমজুর মানুষ কর্মহীন হয়ে পড়ে। বড়লেখা পাবলিকেশন সোসাইটির উদ্যোগে ও প্রবাসী দাতা সদস্য এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের অর্থায়ণে তাদের জন্য ঈদ উপহার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
বড়লেখা উপজেলা’র বিভিন্ন গ্রামে গ্রামে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেন পাবলিকেশন সোসাইটির দায়িত্বশীলবৃন্দ।
আজ বৃহস্পতিবার (২১ মে) বড়লেখা পৌর শহরস্থ ফ্যামিলি বাজারের উপরে (১ কেজি ময়দা, ১ কেজি চিনি, ১ পেকেট সেমাই, ৫০০ গ্রাম তৈল) মিলে ঈদ উপহার সামগ্রী’র পেকেটিং এর কাজ শেষ করে প্রতিটি এলাকা ও গ্রামে গ্রাম পৌঁছে দিতে নিয়ে যান পাবলিকেশন সোসাইটির দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।
ঈদ উপহার বন্টন কালে উপস্তিত ছিলেন বড়লেখা পাবলিকেশন সোসাইটির সহ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল হোসাইন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ তুহেল,সহ সাংগঠনিক সম্পাদক, আব্দুস সামাদ, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক, আব্দুল হালিম প্রমুখ।
বড়লেখা পাবলিকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহতাব আল মামুন জানান, করোনাকালীন দূর্যোগের শুরু থেকেই আমরা গোপনে এবং প্রকাশ্যে অভাবী দিনমজুর কর্মহীন হয়েপড়া মানুষদের মধ্যে উপহার স্বরুপ খাদ্য সামগ্রী বিতরণ করি, প্রথম ধাপে আমরা উপহার স্বরুপ খাদ্য সামগ্রী বিতরণ করেছি। দ্বিতীয় ধাপে রমজান সামগ্রী ও তৃতীয় ধাপে এবার ঈদ উপহার প্রদান করেছি। মানুষের কল্যাণে আমাদের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
