কুলাউড়ার কৃতি সন্তান শফিউল আলম চৌধুরী নাদেল করোনায় আক্রান্ত

এম.এম আতিকুর রহমান ::
মৌলভীবাজারের কুলাউড়ার কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শফিউল আলম চৌধুরী নাদেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার (২২ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর যুবলীগের নেতা আব্দুল লতিফ রিপন। তিনি জানান, শফিউল আলম চৌধুরী নাদেল গত বুধবার (২০ মে) করোনা পরীক্ষার জন্য নিজের নমুনা পরীক্ষাগারে দিয়েছিলেন। আজ শুক্রবার তাঁর করোনা পজিটিভ বলে জানা যায়।
জানা গেছে- গত ৪/৫ দিন থেকে তাঁর হালকা জ্বর ও কাশি ছিল। এর প্রেক্ষিতে নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। তবে শারীরিকভাবে তিনি অনেকটা সুস্থ রয়েছেন। বর্তমানে তিনি নিজের বাসায় হোম আইসোলেশনে আছেন। এদিকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তাকে কর্মহীন মানুষের পাশে থেকে সহায়তা ও বিভিন্ন ইফতার বিতরণী অনুষ্ঠানে দেখা গেছে।
৯০ দশকের সিলেটের রাজপথের জনপ্রিয় ছাত্রনেতা জননেতা নাদেল-সদালাপী, বিনয়ী ও পরোপকারী সজ্জন ব্যক্তি হিসেবে সুপরিচিত। তাঁকে দ্রুত শিফায়ে কামিলা আজিলা দিন দয়াময়ের নিকট এ মিনতি কায়মনোবাক্যে।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.