উত্তর পকুয়া যুব সমাজের ঈদ সামগ্রী বিতরণ


মোঃইবাদুর রহমান জাকির বিশেষ প্রতিনিধিঃ

“দূঃখ দুরে যাক’সুখে জীবন ভয়ে আসুক
এই প্রতিপাদ্যকে ধারণ করে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহদুর পুর ইউনিয়নের৩ নং ওয়ার্ডের সামাজিক সংঘটন উত্তর পকুয়া যুবসমাজের ব্যাবস্থাপনায়,শুক্রবার (২২মে)বিকাল ৩ঘটিকার সময যুবসমাজের সহঃসভাপতি সাংবাদিক ছাদেক আহমদের বাড়ীতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদুল ফিতরের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ৮০টি পরিবারে মাঝে ঈদ সামগ্রী প্রয়োজনীয় উপকরণ- তেল, ময়দা, সেমাই, চিনি ইত্যাদি বিতরণ করা হয়।

বিতরণ কালে উত্তর পকুয়া যুবসমাজের সহ সভাপতি বলেন, সকল সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে,নিতে ও ঈদের খুশি সবার মাঝে ভাগ করতে পারাই এ আয়োজন এটাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে মানুষের সেবায় কাজ করে যেতে চাই।
ঈদ উল ফিতরে সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্যে এগিয়ে আসা উচিত আমাদের সকলের।
বিতরণের সময় উপস্থিত ছিলেন উত্তর পকুয়া যুবসমাজের সকল সদস্যবৃন্দ।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.