
মোঃইবাদুর রহমান জাকির বিশেষ প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ছয়শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে দেউল বড়বাড়ি। মঙ্গলবার ও বুধবার (১৯ মে ও ২০ মে) ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল তেল দুই লিটার,ময়দা দুই কেজি,সেমাই পেকেট,চিনি ২ কেজি।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ,ব্যাংক কর্মকতা ও ফুটবলার আব্দুল কুদ্দুস,বার্দাস বিক্স ফিল্ডের সত্বাধীকারী মাওলানা মাহমুদুর রহমান,ব্যবসায়ী আবুল কালাম,আব্দুল জলিল, মঈন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন,ব্যবসায়ী কামাল উদ্দিন,আব্দুল কাদির,মাসুক উদ্দিন,আজির উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন এম তোফায়েল আল মামুন,এবাদুর রহমান,ছাদিকুর রহমান(১),নাঈম ইসলাম,ছাদিকুর রহমান(২),ফয়ছর আহমদ,আবু সাঈদ,আব্দুস সামাদ,খালেদ আহমদ,খাইরুল ইসলাম, এস এম আশরাফ সিদ্দিকী প্রমুখ।
