
সামাজিক দূরত্ব বজায় না রেখে অকারণে ঘোরাঘুরি, স্বাস্থ্য বিধি না মানাসহ বিভিন্ন অপরাধের দায়ে মৌলভীবাজারের বড়লেখায় ২০টি মামলায় ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২০ মে) বড়লেখা পৌর শহরের হাজিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো.শামীম আল ইমরান। বড়লেখা থানার ওসি মো. ইয়ছিনুল হক ও পুলিশ সদস্যরাও অভিযানে অংশ নেন। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মো. শামীম আল ইমরান জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে ।
